ঢাকার আশেপাশেই আছে কিছু চমৎকার স্পট রয়েছে। যেখানে অল্প সময়ে, অল্প খরচে মিলে যাবে প্রশান্তির পরশ। চলুন ঘুরে আসা যাক সেইসব কাছের ঠিকানাগুলো।
গ্রিন ভিলেজ, পুবাইল
ঢাকা থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে পুবাইলের গ্রিন ভিলেজ। পাকা রাস্তা পেরিয়ে যখন চারপাশে চোখ মেলে ধরে ধানক্ষেতের সবুজ; তখন মনও যেন শুদ্ধ হতে থাকে। গ্রামের বাড়ির মতো পরিবেশ, পুকুরের জলে আলোছায়ার খেলা আর নরম বাতাস সব মিলে এক পরিপূর্ণ শান্তির ঠিকানা। মাত্র ২০০-৩০০ টাকায় এখানে কাটিয়ে দিতে পারবেন একদিনের অবকাশ।
পদ্মার পাড়, দোহার
নদী মানেই এক অনন্ত টান। দোহার উপজেলার পদ্মার পাড়ে সেই টান আরও গভীর হয়। চায়ের কাপ হাতে নদীর পাড়ে বসে থাকা কিংবা নৌকায় চেপে মাঝনদীতে চলে যাওয়া—সবই যেন ছেলেবেলার গল্পের মতো সহজ। ঢাকার গাবতলী বা সায়েদাবাদ থেকে লোকাল বাসে মাত্র ৫০-১০০ টাকায় পৌঁছে যাওয়া যায় এই সৌন্দর্যের দ্বারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকৃতিপ্রেমীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেন এক লুকানো রত্ন। ক্যাম্পাসের মাঝখানে বিস্তীর্ণ হ্রদ, তার পাড়ে উড়ে বেড়ানো শত শত হাঁস। বিশেষ করে শীত এলে এই দৃশ্য যেন আরও মনকাড়া হয়ে ওঠে। সকাল সকাল গেলে ঠান্ডা বাতাস আর শিশিরভেজা ঘাসের গন্ধে মন ভরে যাবে। ঢাকার গুলশান, বনানী, উত্তরা এলাকা থেকে বাসে করে সহজেই পৌঁছে যাওয়া যায়।
পানাম নগরী, সোনারগাঁও
যদি মনে হয় ছুটির দিনে একটু ইতিহাসের ছোঁয়া দরকার, তাহলে পানাম নগরী আদর্শ গন্তব্য। শত বছরের পুরোনো বাড়ির সারি, সময়ের আঁচড়ে ক্ষয়প্রাপ্ত দেওয়াল সবই যেন হারিয়ে যাওয়া এক বাংলার গল্প বলে। প্রবেশ টিকিটও অল্প আর ঢাকা থেকে মাত্র ঘণ্টাখানেকের পথ।