জকসু নির্বাচনের সময় শেষ হলেও ভোটারদের দীর্ঘ সারি

প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬

জকসু নির্বাচনের সময় শেষ হলেও ভোটারদের দীর্ঘ সারি

দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্থভাবে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ৩টায় শেষ হওয়ার কথা ছিল। তবে বিকেল ৩টার পরেও ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। ভোটগ্রহণকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে এ অবস্থায় ভোটগ্রহণে আরও সময় লাগবে।



সরেজমিন বিভিন্ন ভোটকেন্দ্র পর্যবেক্ষণে ধারণা করা যায়, সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত সময় লাগতে পারে পুরো ভোটগ্রহণ সম্পন্ন করতে।


 

নির্বাচন কমিশনার অধ্যাপক মো. জুলফিকার মাহমুদ সময় সংবাদকে বলেন, ভোটগ্রহণের সময় ৩টা পর্যন্ত দেয়া থাকলেও ৩টার আগে লাইনে যারা দাঁড়িয়েছেন, তাদের সবাই ভোট দেয়ার সুযোগ পাবেন। তবে ৩টার পর আর কোনো শিক্ষার্থীকে লাইনে দাঁড়ানোর সুযোগ দেয়া হবে না।

 


শিক্ষার্থীদের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, ভোটগ্রহণের সময়টা একটু বাড়ানো হলে ভালো হতো।

 


জকসু নির্বাচনে ভোটগ্রহণের সময় শেষ হলেও সারিতে দাঁড়িয়ে থাকাদের ভোট দেয়ার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

 

sidebar ad