বিক্ষোভের মুখে ইন্টারনেট বন্ধ করতে পারে ইরান সরকার!

প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬

বিক্ষোভের মুখে ইন্টারনেট বন্ধ করতে পারে ইরান সরকার!

ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভের প্রশংসা করেছেন নির্বাসিত ও স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি। এই বিক্ষোভকে ‘অতুলনীয়’ এবং বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার ‘পরিকল্পিত পদক্ষেপের জন্য প্রস্তুতির লক্ষণ’ বলে অভিহিত করেছেন তিনি।



রেজা পাহলভি বুধবার (৭ জানুয়ারি) সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন। 


 

পোস্টে তিনি দাবি করেন, ‘আমাদের কাছে রিপোর্ট এসেছে যে শাসকগোষ্ঠী (ইরানের) অনেক ভীত হয়ে পড়েছে এবং আবারও ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করছে।’ খবর ইরান ইন্টারন্যাশনালের।

 


 

তিনি আরও বলেন,  তবে জেনে রাখুন, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হবে না; সেটি ইরানের লাখ লাখ স্টারলিংক ডিভাইসের মাধ্যমে হোক, কিংবা ইরান ইন্টারন্যাশনাল ও মানোটো নেটওয়ার্কের মাধ্যমে।

 


এদিকে ইরানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বহু হতাহতের খবরের মধ্যেই, দেশটির পবিত্র শহর মাশহাদে জাতীয় পতাকা নামিয়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে। 

 


সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে একদল বিক্ষোভকারী ইরানের একটি বিশাল পতাকা নামিয়ে ফেলছেন।

 

তবে পতাকাটি ঠিক কোথায় ছিল তা স্পষ্ট নয়। এছাড়া এ ঘটনার আর বিস্তারিত তথ্যও জানা যায়নি।

 


sidebar ad