বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ব্যাংকের সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড। মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার। সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন কে মাহমুদ সাত্তার।  এসময় উপস্থিত ছিলেন আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট এবং ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, ডিএমডি ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম এবং ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির, এফসিএস সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।  

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরীতে অনন্য অবদান রেখে চলেছে। পাশাপাশি ব্যাংকিং সেবার আওতা বহির্ভূত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। এই চুক্তির মধ্য দিয়ে মাইক্রো এবং এসএমই খাতকে প্রাধান্য দিয়ে ব্যাংকের সার্বিক ট্রান্সফরমেশনে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে আরএসএ অ্যাডভাইজরি। এছাড়াও সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য আরও সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা যেমন নিশ্চিত হবে, পাশাপাশি বৃদ্ধি পাবে ব্যাংকের সার্বিক পরিচালন দক্ষতা ও সক্ষমতাও ।

sidebar ad