ভেনেজুয়েলা ইস্যু: মার্কিন অভিযানের নিন্দা জাতিসংঘের

প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলা ইস্যু: মার্কিন অভিযানের নিন্দা জাতিসংঘের

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।



স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইস্যু ছিল ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি।


 

জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস ট্রাম্প প্রশাসনের আগ্রাসী কর্মকাণ্ডে গভীর উদ্বেগ জানান। মহাসচিবের বক্তব্য পড়ে শোনান জাতিসংঘের রাজনীতি-বিষয়ক আন্ডার সেক্রেটারি রোজমেরি ডিকার্লো। একইসঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের মিত্রসহ উপস্থিত সব দেশ নিন্দা জানিয়েছে।

 

মাদুরোকে আটক করার পর তৎপর ট্রাম্প প্রশাসন। রয়টার্স জানায়, মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। লক্ষ্য, বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতের দেশটিতে উৎপাদন বাড়ানো।

 

ট্রাম্প বলছেন, বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্কিন কোম্পানিগুলো। 

 

এদিকে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। তিনি ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বার্তা দিলেও, সেনাবাহিনী ঘোষণা দিয়েছে সর্বোচ্চ সতর্কতার।

 

ভেনেজুয়েলার পাশাপাশি কলম্বিয়াকেও চাপে রেখেছে ওয়াশিংটন। ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অসুস্থ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত দেন। পাল্টা গেরিলা বাহিনী প্রস্তুতের হুমকি দিয়েছেন পেত্রো।

 

sidebar ad